উত্তরবঙ্গের বিভাগ রংপুরের গঙ্গা ছাড়া উপজেলার গুনজিপুর এলাকায় রংপুর ভিন্ন জগৎ অবস্থিত।রংপুরে বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে ভিন্ন জগৎ একটি বড় পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য ও কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত এই পর্যটন কেন্দ্রটি পর্যটক এর মন কেড়ে নিয়েছে। অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে ভিন্ন জগৎ ভিন্ন আঙ্গিকে সাজানো।
উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পিকনিক স্পট ভিন্ন জগৎ।এটি শিখা মূলক বিনোদন পার্ক ও বলা যেতে পারে। কারণ এখানে রয়েছে বাংলাদেশের প্রথম প্লানেটেরিয়াম।এই প্লানেটেরিয়ামে ঢোকার পর আপনি জানতে পারবেন গ্রহ নক্ষত্র মহ বিস্ফোরণ বা বিগ ব্যাংকের মাধ্যমে সৃষ্টির ইতিহাস যা আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।টিকিট কেটে পার্কে প্রবেশের পর লোহার বিরিজ পেরোলেই ভিন্ন জগত শুরু।
এখানে রয়েছে পাখিদের অভয়ারণ্য, কমিউনিটি সেন্টার, শপিং মল, ৫০০ আসন বিশিষ্ট আধুনিক কনফারেন্স কেন্দ্র, সুইমিং পুল, স্কিল টেস্ট রোবট ও জান পিকনিকের জন্য কটেজ ইত্যাদি।শিশু-কিশোরদের জন্য রয়েছে মেরি গো রাউন্ড, শিশুকানন হেলিকপ্টার ফ্লাইজন, নাগরদোলা, ক্যাঙ্গারু মুভিং,স্পাইডার জোন, বাম্পার কার, রেসিংহার্স, বরফের দেশ, স্পেস জার্নি, শাপলা চত্বর,সি প্যারাডাইস, মকি টেন, জল তরঙ্গ, বীরশ্রেষ্ঠ ও ভাষা সৈনিকদের ভাস্কর্য এবং বিশাল আকৃতির নিজস্ব লেকে নৌ ভ্রমণ। এছাড়াও এখানে বিভিন্ন উৎসবে কনসার্ট এর আয়োজন করে থাকে ভিন্ন জগৎ।
ভিন্ন জগতের ইতিহাস
২০০১ সালে এস এম কামাল রংপুর উত্তর অঞ্চলের বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।প্রথম দিকে অল্প জায়গা নিয়ে এটা অবস্থিত হলেও বর্তমানে এর আয়তন ১০০ একর। উত্তরাঞ্চলের সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরতে এস এম কামাল এই উদ্যোগ গ্রহণ করেন। যার ফলে পর্যটকরা রংপুরকে চিনতে পেরেছে এবং ভিন্ন জগতের আশেপাশে জায়গাও পর্যটকরা ভ্রমণ করছে।
ভিন্ন জগতের প্রবেশ মূল্য
ভিন্ন জগতের প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা।পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নেওয়া হয় না। এছাড়া বাস অথবা মিনিবাস যাত্রী সহ প্রবেশ মূল্য ৪০০০ টাকা। কার অথবা অটো যাত্রী সহ প্রবেশ মূল্য পাঁচশ টাকা। মাইক্রোবাসে প্রবেশ মূল্য ১০০০টাকা। সেনাবাস এর প্রবেশ মূল্য ১০০০ টাকা। সেনা কারের প্রবেশ মূল্য ২৫০ টাকা। পিকআপ গাড়ির প্রবেশ মূল্য যাত্রীসহ ২০০০ টাকা।এছাড়াও বিভিন্ন রাইড যেমন নাগরদোলা, হেলিকপ্টার জন, প্লানেটেরিয়াম ইত্যাদির জন্য প্রবেশ মূল্য আলাদা।
কিভাবে আসবেন
রাজধানী ঢাকার মহাখালী, গাবতলী ও কল্যাণপুর থেকে নন এসি বাস ও এসি বাস রংপুরে যাতায়াত করে। এছাড়াও ঢাকা থেকে ট্রেন যোগাযোগে আসে যায়। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন বুধবার ছাড়া সপ্তাহে ছয় দিন রাত ৮ঃ৪৫ ছেড়ে যাই এবং সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯:১০ মিনিটে ছেড়ে যাই। ৪৭০ থেকে ১৬৫০ টাকার মধ্যে আপনি ঢাকা থেকে রংপুরে আসতে পারবেন। এছাড়াও মাইক্রোবাস কিংবা ইজিবাইক প্রাইভেট কার এর মাধ্যমেও আপনি আসতে পারবেন। রংপুরের পাগলা পির বাসস্ট্যান্ড হতে দিনাজপুরকামী গাড়িতে চড়ে ভিন্ন জগত যেতে পারবেন।
কোথায় থাকবেন
ভিন্ন জগতের ড্রিম প্যালেসে রাতে যাপন করতে পারবেন। এটি একটি থ্রি স্টার ড্রিম প্যালেস। প্রতি রাত যাপনের জন্য ১,০০০ থেকে ৫,০০০ টাকা লাগবে। এছাড়াও শহরে বিভিন্ন হোটেলে আপনি থাকতে পারবেন। হোটেল নর্থ ভিউ, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল দি পার্ক, হোটেল তাশপিয়া, হোটেল তিলোত্তমা।
কোথায় খাবেন
ভিন্ন জগতের আশেপাশে অনেক ভালো মানের রেস্তোরা রয়েছে| রংপুরের গ্রামীণ খাবার সত্যি অনেক সুস্বাদু|এছাড়াও রংপুর শহরে গিয়ে কিছু ভালো মানের রেস্টুরাতেও আহার করতে পারেন|
আশেপাশের কিছু দর্শনীয় স্থান:
১.তাজহাট জমিদার বাড়ি
২.প্রয়াস সেনানিবাস
৩.লালদীঘি নয় গম্বুজ মসজিদ
৪.পায়রাবন্দ
[…] রংপুর ভিন্ন জগৎ […]