পুঠিয়া রাজবাড়ী, রাজশাহী

trip August 27, 2022
পুঠিয়া রাজবাড়ী,রাজশাহী
  •  পুঠিয়া দৌল মন্দির
  •  বড় শিব মন্দির
  •  ছোট শিব মন্দির
  •  ছোট গোবিন্দ মন্দির
  •  বড় গোবিন্দ মন্দির
  •  ছোট আহ্নিক মন্দির
  •  বড় আহ্নিক  মন্দির
  •  জগদ্ধাত্রী মন্দির
  •  রথ মন্দির
  •  গোপাল মন্দির
  •  সালামের  মঠ
  •  কেষ্ট ক্ষ্যাপার মঠ
  •  হাওয়াখানা

 সাধারণ প্রশ্নোত্তর:

  • বাঘা থেকে পুঠিয়া দূরত্ব কত?
    ৩৩ কিলোমিটার
  • রাজশাহী থেকে পুঠিয়া দূরত্ব কত?
    ৩০ কিলোমিটার
  • পুঠিয়া থেকে নাটোরের দূরত্ব কত?
    ১৮ কিলোমিটার
  • রাজবাড়ীর অপর নাম কি?
    পাঁচ আনীর রাজবাড়ী
  • পুঠিয়া রাজবাড়ি কে নির্মাণ করেন?
    রানী হেমন্ত কুমারী
  • কত সালে পুঠিয়ার রাজবাড়ি নির্মাণ করা হয়?
    ১৮৯৫ সালে
  • রাজবাড়ীর রাজার নাম কি?
    রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা পিতাস্বর| তিনি মূলত ষষ্ঠতর শতাব্দীর শেষ এবং সপ্ততার শতাব্দীর প্রথম দিকে এই অঞ্চলে রাজধানী স্থাপন করেছিল|

গুগল ম্যাপ এ পুঠিয়া রাজবাড়ীর লোকেশন

Leave a Comment